ভোলায় সড়ক অবরোধ, বিক্ষোভ-মিছিল

ভোলা প্রতিনিধি: ভোলায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এদিন সকালে ভোলা শহরের প্রবেশপথ খেয়াঘাট রোডের চৌমহনী এলাকায় বিএনপির নেতাকর্মীরা রাস্তার ওপর বসে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ ছাড়া জেলা শহর এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি।
এদিকে, র‍্যাব ও পুলিশ রয়েছে বেশ সতর্ক অবস্থানে। যেখানেই অবরোধের খবর পাচ্ছে, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে অবস্থান নিচ্ছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.