ভোট বেচা-কেনা চলছে ইন্দোনেশিয়ায়

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন কাল। গণতন্ত্রের এই উৎসবে ভোট বেচা-কেনা ব্যবসাও এখন তুঙ্গে। ভোটারদের অর্থ ছাড়াও পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসও দিচ্ছেন প্রার্থীরা।
সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট, সংসদীয় এবং আঞ্চলিক নির্বাচনের আগে ভোটারদের নগদ অর্থসহ বিনা মূল্যের জিনিসপত্র বিতরণ করছেন দলের কর্মীরা।
ইন্দোনেশিয়ার গৃহবধূ সুহারতি (৫৩) যখন শপিং ট্রিপ থেকে বাড়ি ফিরছিলেন, তখন রাজনৈতিক দলের কর্মীদের একটি দল তাকে ১ লাখ রুপিয়া (৬.৩ ডলার) এবং একটি টি-শার্ট দেন। এরপর তাকে তাদের প্রার্থীকে ভোট দিতে বলেন।
সুহারতি এএফপিকে বলেন, তারা আমাকে তাদের নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বলেছেন। এখনো জানি না আমি কাকে ভোট দেব। আমি আমার নিজের মতামতে ভোট দেব। সরকারী সংস্থাগুলোর থেকে সতর্কতা সত্ত্বেও এমন কার্যক্রম অব্যাহত রয়েছে দেশটিতে। যে ঘুস বেআইনি ঘোষণা দেওয়ার পরও এ নিয়ম মানছে না প্রার্থীরা।
ইন্দোনেশিয়ার দুর্নীতির ঘটনা পর্যবেক্ষণ ও প্রচারকারী সংস্থার (আইসিডব্লিউ) গবেষক সেরা তামারা এএফপিকে বলেছেন, এটি এখনো ঘটছে, কারণ আমাদের নিয়মগুলো অমান্য করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.