ভোটের সংঘাতে রাজশাহীতে আ. লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: গতকাল রোববার রাজশাহীতে বিএনপি ও আওয়ামী লীগের নির্বাচনী সংঘর্ষের ঘটনায় আহত ইসমাইল হোসেন (৪৯) আওয়ামী লীগ কর্মী আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ইসমাইল হোসেন পালপুর-ধমরপুর গ্রামের আজাহার আলীর ছেলে। নির্বাচনী সংঘর্ষে এ নিয়ে রাজশাহী জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।
মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম ইসমাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দামকুড়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
তিনি জানান, গতকাল রোববার ভোটগ্রহণ চলাকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের গোদাগাড়ীর পালপুর-ধমরপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ কর্মী ইসমাইল হোসেন গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.