ভোগান্তি শুধু এনবিআরে নয়, সব সেক্টেরই আছে-এনবিআর চেয়ারম্যান

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেছেন, ‘ব্যবসায়ীদের সমস্যা শুধু এনবিআরে নয়, সমস্যা সব সেক্টেরেই আছে।

সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোন কোন ক্ষেত্রে একজনের সমস্যা কোন কোন ক্ষেত্রে একটা গোষ্ঠীর সমস্যা। একদিনে এর সমাধান করা সম্ভব নয়। আর সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর থেকে উত্তরনের চেষ্টা করতে হবে।

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে বাগেরহাটের মোংলা কাস্টম হাউজের অফিস উদ্ধোধন শেষে তিনি এ মন্তব্য করেন। মোংলা কাস্টম হাউজের কমিশনার মোঃ হোসেন আহম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট প্রশাসন) সাইফুল ইসলাম, সদস্য (ভ্যাট নিরীক্ষা) আব্দুল মান্নান শিকাদার, খন্দকার আমিনুর রহমানসহ মোংলা কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম আরও বলেন, মোংলা কাস্টম হাউজ আধুনিকায়নের প্রক্রিয়ায় আছে।মোংলা কাস্টমসের কার্যক্রম পুরোদমে বৃদ্ধি পেলে শুল্ক গোয়েন্দা অফিস মোংলায় স্তানান্তর করা হবে বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.