ভৈরবে ভারতীয় কিসমিস ও কসমেটিকসহ গ্রেপ্তার-১

ভৈরব প্রতিনিধি: ভৈরব রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মে চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে চোরাকারবারি অভিযোগে মো. আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব রেলওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে।
রেলওয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের থেকে উদ্ধার হওয়া দুটি বস্তায় ১০০ প্যাকেটে ১০০ কেজি ভারতীয় কিসমিস এবং অন্য একটি বস্তায় ১৬টি বক্সে ৪৭৯ পিস্ স্কিন সাইন ভারতীয় ক্রীম ছিল। যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা-ভারত সীমান্ত থেকে চোরাই পথে ভারতীয় কসমেটিকস ও কিসমিটিকস এনে বেশি দামে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করতেন তিনি।
ভৈরব রেলওয়ে থানার সূত্রে জানা যায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, আসামির বিরুদ্ধে এর আগেও ভৈরব রেলওয়ে থানায় ১টি চোরাচালানির মামলা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভৈরব প্রতিনিধি মো. সোহেল রানা সোহেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.