BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলার আরও কাছে মার্কিন যুদ্ধজাহাজ, উদ্দেশ্য কী?

ভেনেজুয়েলার আরও কাছে মার্কিন যুদ্ধজাহাজ, উদ্দেশ্য কী?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজ ইউএসএস গ্রেভলি। দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, এটি দুই দেশের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতার অংশ। যদিও এই পদক্ষেপকে ‘সামরিক উসকানি’ আখ্যা দিয়ে, নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা।

ক্যারিবীয় সাগরে উত্তেজনা বাড়ছেই। ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেইনে নোঙর করেছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজ ইউএসএস গ্রেভলি। স্থানীয় সময় রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ত্রিনিদাদ বাহিনী।

ওয়াশিংটন জানিয়েছে, এই মহড়ার উদ্দেশ্য দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং মাদক ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সমন্বয় জোরদার করা।

দেশটিতে অবস্থানরত মার্কিন দূতাবাস বলছে, মানবিক মিশন ও নিরাপত্তা প্রশিক্ষণের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতই এই মহড়ার মূল লক্ষ্য।

তবে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতিকে গুরুতর হুমকি ও উসকানিমূলক বলে নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই মহড়া সিআইএ’র সমন্বয়ে পরিকল্পিত সামরিক প্ররোচনা, যার উদ্দেশ্য ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘ফলস ফ্ল্যাগ’ বা মিথ্যা হামলার নাটক সাজানো।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগে থেকেই যুক্তরাষ্ট্রকে যুদ্ধ শুরুর চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির অ্যাটর্নি জেনারেল জানান, ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে মার্কিন সিনেটর রিক স্কট সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন ফুরিয়ে এসেছে’। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাদুরোর এখনই রাশিয়া বা চীনে পালিয়ে যাওয়া উচিত।

যদিও সরাসরি মার্কিন আগ্রাসনের সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন, তবু তার মতে ভেনেজুয়েলায় শিগগিরই উত্তেজনা দেখা যাবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডিমের শাকশুকার বিটিসি রেসিপি শীতকালে আইসক্রিম খাওয়া কি বিপজ্জনক? কী বলছেন বিশেষজ্ঞরা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে শাটডাউন: ফুটপাতে খাবার বিক্রি করছেন সরকারি আইনজীবী! নিউইয়র্কে মেয়র নির্বাচন: একমাত্র মুসলিম প্রার্থী মামদানির বিশাল শোডাউন লুলা দা সিলভার দাবি: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ব্রাজিল বাণিজ্য চুক্তির ‘নিশ্চয়তা’ দিয়েছেন ভেনেজুয়েলার আরও কাছে মার্কিন যুদ্ধজাহাজ, উদ্দেশ্য কী? জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে : রাষ্ট্রপতি রাজশাহীতে চিকিৎসার নামে ‘প্রতারণা’ ও টেস্ট বাণিজ্য বন্ধের দাবি দলীয় বিবেচনা নয়, যোগ্য-জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ