ভেজাল প্রসাধনী তৈরী বাজারজাত ও ফর্সাকারী ক্রীম উৎপাদানকারী ফ্যাক্টরীকে ভ্রাম্যমান আদালতের জরিমনা

নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদূভাবে সরকারী আদেশ আমান্য করে নাটোরের মেসার্স এস এম প্রোডাক্টস ফ্যাক্টরীকে ২লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে র‌্যারে ভ্রাম্যমান আদালত।

নাটোর র‌্যাব ক্যাম্পের (সিপিসি-২) এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার, এএসপি এস, এম, জামিল আহমেদ এবং এএসপি মোঃ রাজিবুল আহসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান , করোনা ভাইরাসের প্রাদূভাবে সরকারী আদেশ আমান্য করে আজ শুক্রবার (০১ মে) দুপুরে নাটোর সদর উপজেলার রামেশ্বরপুর এলাকায় অভিযান পরিচালনা করে লকডাউন অমান্য করে ভেজাল প্রসাধনী পন্য তৈরী, সংরক্ষণ, বাজারজাত করণ ও ফর্সাকারী ক্রীম উৎপাদানকারী ফ্যাক্টরী মেসার্স এস এম প্রোডাক্টস খোলা রাখার অপরাধে মোঃ আঃ রাজ্জাক ছেলে মোঃ সুমন আলী (২৯) কে আটক করা হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যলয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ তাছমিনা খাতুনের ভ্রাম্যমান আদালত উক্ত অপরাধে মেসার্স এস এম প্রোডাক্টস ফ্যাক্টরীকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.