ভেঙ্গে পড়া ব্রীজে বাঁশের সাকো দিয়ে জনদুর্ভোগ দূর করল স্থানীয় যুবকেরা


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ভেঙ্গে পড়া ব্রীজের উপর বাঁশের সাকো দিয়ে জনদুর্ভোগ দুর করল স্থানীয় যুবকেরা। উপজেলার কাকরা চৌপুতি হতে গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ সংযোগ সড়কের লাঙ্গল পাড়া এলাকায় ব্রীজ ভেঙ্গে এক সপ্তাহ বিছিন্ন ছিল যোগাযোগ ব্যবস্থা।

পরে নিজ উদ্যোগে স্বে”ছা শ্রমে ভেঙ্গে পড়া ওই ব্রীজের উপর বাঁশের সাকো দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন স্থানীয় যুবকরা। তাতে কিছুটা হলেও কমে যায় জনদুর্ভোগ। গতকাল সোমবার দুপুরে খবর পেয়ে সেখানে গেলে তারা জানায়, ব্রীজটির অবস্থা আগে থেকে খুব একটা ভালছিল না।

গেলো ঈদের আগেরদিন ভুট্টা বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ব্রীজ ভেঙ্গে ট্রাকটিও গর্তে পরে যায়। প্রায় সপ্তাহ খানেক যানবাহন চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগের শেষ ছিলনা।

এ অবস্থায় দেখে আমরা স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলেও তারা কোন সারা দেয়নি।

পরে বাধ্য হয়ে ফিরিজুল ইসলাম, মোকছেদুর রহমান, শফিকুল ইসলাম, ফেরদৌস আলম, স্বপন, মশিউর রহমান, বিজয় চন্দ্র রায় ও হাসানুর রহমান সহ বেশ কয়েকজন প্রতিবেশী মিলে আমরা নিজ উদ্যোগে বাঁশের সাকো দিয়ে কোনরকম চলাচলের ব্যবস্থা করি। তবে সড়কটি দিয়ে ওই ইউনিয়ন সহ পূর্বাঞ্চলের হাতিবান্ধা উপজেলার কমপক্ষে ২০/২৫ হাজার মানুষের জলঢাকার সাথে যোগাযোগের সহজ মাধ্যম।

ফলে এই সড়কের ভেঙ্গে পড়া ব্রীজটি দ্রুত পূনঃনির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.