ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবক নিহত

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে আব্দুর রশিদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময়তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলে শফিকুল ইসলাম (৩৩) নামের আরেক যুবক মারাত্মক আহত হয়।

নিহত ঐ যুবক উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই (হরির ধাম) গ্রামের আব্দস সবুর এর পুত্র।

সে উত্তরতিলাই রুহুল ইসলাম দাখিল মাদরাসারপিয়ন পদে কর্মরত ছিল। নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে সেচ পাম্পের লাইন বাড়ীতে এনে ব্যাটারি চালিত অটো রিক্সা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয় রশিদ।

পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিলখুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসে ইউসুফ বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.