কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত খাজনা (হাসিল) আদায়ের অভিযোগে হাটের ইজারাদার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক ওরফে শাহীন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভূরুঙ্গামারী হাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আটক ফরিদুল হক ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যবসায়ী হাটে সরকার নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ করেন। সেনাবাহিনীর টহল দলের কর্মকর্তারা খাজনার রশিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান। এরপর ফরিদুল হককে আটক করা হয়। পরে তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
এদিকে ভূরুঙ্গামারী উপজেলা ভূমি কার্যালয়ের হাট ও ইজারা শাখার এক কর্মকর্তা বাদী হয়ে ফরিদুল হকের বিরুদ্ধে মামলা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিটিসি নিউজকে বলেন, সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগে তাকে প্রথমে আটক করা হয়। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.