ভূমি ব্যবস্থাপনা সংস্কার হলে, দেশ সংস্কার হবে : ভূমি উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: মানুষের প্রথম ও প্রধান চাহিদা বা প্রয়োজনের নাম হচ্ছে ভূমি। ভূমি ব্যবস্থাপনা সংস্কার হলে সার্বিকভাবে দেশের সংস্কার হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ডেমরায় করিম জুট মিলের সভাকক্ষে ১৩৯তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।
ভূমি উপদেষ্টা বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর যথাযথ প্রাপ্তি নিশ্চিত করতে এমন প্রশিক্ষণের আয়োজন দরকার।
মানুষের মৌলিক চাহিদা সবগুলোই ভূমির ওপর নির্ভরশীল উল্লেখ করে ভূমি উপদেষ্টা বলেন, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাছে প্রধান নির্ভরয্যেগ্য ও মূল্যবান সম্পদ হিসেবে ভূমি স্বীকৃত হয়ে আসছে। এর অন্যতম কারণ হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমির কাছ থেকেই পাওয়া যায়।
ভূমি উপদেষ্টা আরও বলেন, ভূমি প্রকৃতির অন্যতম অবদান হলেও এর ব্যবহার প্রাকৃতিক নয়। যুগে যুগে মানব সভ্যতার ও জ্ঞান-বিজ্ঞান বিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমি ব্যবহারেও এসেছে নানা বৈচিত্র্য। ফলে সময়ে সময়ে এর রক্ষণাবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রেও পরিবর্তন ও সংস্কার সাধিত হচ্ছে।
আলী ইমাম মজুমদার বলেন, আধুনিক বিশ্বে ভূমি, ভূমির ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনার সঙ্গে জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রায় প্রতিটি বিষয় যেমন—রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জাতীয় উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা, কৃষি ইত্যাদি ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে এর একটি থেকে আর একটি আলাদা করা কঠিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান। এতে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) মো. মোমিনুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম।
প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণে প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, জুডিশিয়ারি ক্যাডার ও বন ক্যাডারের মোট ৬১ জন অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.