ভূমি অপরাধ আইন প্রণয়নের চেষ্টা চলছে : ভূমিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো: ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের চেষ্টা চলছে। বর্তমান সরকারের মেয়াদেই এই আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে। আইনটির খসড়া যাচাই করে খুব শিগগিরই সংসদে পাঠানো হবে।
আজ শনিবার (২৭ মে) চট্টগ্রামের জিমনেশিয়াম হলে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।
ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে এই সভার আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের চেষ্টা হচ্ছে। এই আইন প্রণীত হলে মানুষ অনেক কষ্ট থেকে বাঁচবে। ভূমি সেক্টরে পরিচ্ছন্নতা আসবে।’
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ভূমি মন্ত্রণালয় সরকারের একটি কর্মসম্পাদনকারী দক্ষ মন্ত্রণালয়। জনগণকে সেবা প্রদানে প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশের শতভাগ সফল ব্যবহারকারী এই মন্ত্রণালয়। আমাদের মৌলিক সেবাগুলোর প্রায় সবগুলো টেকসই করে ডিজিটালইজ করা হয়েছে। গত ১৪ এপ্রিল থেকে কার্যকর শতভাগ ক্যাশলেস ভূমি উন্নয়ন কর সিস্টেম চালু করা হয়েছে। গত ৪৩ দিনে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩৫০ কোটি টাকা, যা বছরে ২০০০ কোটি টাকা হবে বলে আমরা আশা করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.