ভূমিকম্পে কেঁপে উঠল মেলবোর্ন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে পাঁচ দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বহু ভবন।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল নয়টার দিকে এই ভূকম্পন হয়। এর উৎপত্তিস্থল ভিক্টোরিয়ান রাজ্যের রাজধানীর খুব কাছেই অবস্থিত ম্যানফিল্ডে।
এই ভূকম্পনের রেশ ছিল দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাইথ ওলেসেও। মূল ভূকম্পনের পর চার দশমিক শূন্য এবং তিন দশমিক এক মাত্রার দুটি আফটার শকও অনুভূত হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমাদের গুরুতর আহতের কোনও খবর নেই, এটিই খুব ভালো খবর।’
দেশটিতে এবছরের গুরুতর ভূমিকম্প গুলোর মধ্যে এটি একটি এবং এই ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
সেখানকার একটি হাসপাতালের চিকিৎসক সমীর ঠাকুর জানান, ‘মেলবোর্নের কাছে জিলং–এ হার্টের অপারেশন করছিলেন তিনি। এমন সময় ভূকম্পন অনুভূত হলে অপারেশন থিয়েটারের সবকিছু কাঁপতে থাকে।’
তিনি আরও বলেন, ‘সৌভ্যাগ্যবশত অপারেশনটি এমন এক পর্যায়ে ছিল, যেখানে সব কাজ বন্ধ রাখা সম্ভব হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অপারেশন শেষ করি।’
পুরো শহরে এখনও সতর্কতা জারি রেখেছে স্থানীয় প্রশাসন। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.