BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূজপুর হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ

ভূজপুর হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক, হারুয়ালছড়ি বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ.এম.সাইফুদ্দীন বলেছেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা একটি যুগান্তকারী পদেক্ষপ।

এই ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এটি বাস্তবায়িত হলে দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।

সারাদেশে ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি হয়েছে। ৩১ দফায় মানুষ আশার আলো দেখতে পাচ্ছে। তাই ৩১ দফাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

১ নভেম্বর শনিবার বিকালে ১নং,২নং ওয়ার্ড মাহাশাহপাড়া ও বড়বিল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ষড়যন্ত্রের ডালপালা তত মেলতে শুরু করেছে। কখনোও পিআর, কখনো গণভোট নানা বাহানায় নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চলছে একটি অপশক্তি।

এসময় উপস্থিত ছিলেন, হারুয়ালছড়ি বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মোঃ বখতিয়ার, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রীস,সদস্য মোহাম্মদ বাহার, ইউনিয়ন যু্বদল সদস্য বেলাল, মৎস্যজীবীদলের যুগ্ম-সম্পাদক মোঃ পারভেছ, সাংগঠনিক সম্পাদক মিজান, সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল, ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আবু বক্কর , যুবনেতা মোঃ দেলোয়ার, মোঃ আলমগীর, নাজিম, ছাত্রদল নেতা তাসবির, জোনাইদ, আবির, জোবাইর প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি সনাক্ত সারাদেশের মানুষ এয়োদশ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মিলন ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টার সঙ্গে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি : এ্যানি দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন বায়ুদূষণ রোধে একযোগে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল