ভুয়া সংবাদ প্রচার বন্ধে কাজ চলছে : আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা প্রতিনিধি:  ভুয়া সংবাদ প্রচারের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার পাশাপাশি তাদের অর্থের উৎস খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

আজ শনিবার সকালে রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, ভুয়া সংবাদ প্রতিরোধে আইন-নীতিমালা প্রণয়নের পাশাপাশি সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও তৎপর।

আর এক্ষেত্রে মূল ধারার গণমাধ্যমের ভূমিকার ওপরও জোর দেন আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ভুয়া সংবাদের প্রকাশ ও প্রচার বন্ধে বিটিআরসি, আইসিটি বিভাগ, পুলিশ ডিপার্টমেন্ট ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

এক্ষেত্রে সরকারের পাশাপাশি মূলধারার সংবাদমাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়াগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভুয়া সংবাদ তৈরি করে প্রচার করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

এছাড়া তাদের অর্থের উৎস খুঁজে বের করতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.