ভুয়া নোটিশের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ তথ্য ফাঁস নিয়ে অসন্তোষ দুদক চেয়ারম্যানের

বিটিসি নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ সতর্ক করেছেন কর্মকর্তাদের, গোপনীয় তথ্য গণমাধ্যমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘গোপনীয় তথ্য কোনোভাবেই  যেন ফাঁস না হয়, সেজন্য সব ব্যবস্থা নিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার দুদক কার্যালয়ে নিজ কক্ষে এক জরুরি সভায় তিনি এই নির্দেশ দেন।  ইকবাল মাহমুদ বলেন, ‘এই বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। কমিশন কারও ব্যক্তিগত দায়িত্বহীনতার দায় নেবে না।’
দুদকের লোগো ও সিল ব্যবহার করে ভুয়া নোটিশ দিয়ে আর্থিক সুবিধা দাবি করার অভিযোগ প্রসঙ্গে এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ । জানা  গেছে, একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা দুদক কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে মোবাইল ফোন,  টেলিফোন, ই-মেইল ব্যবহার করে; এমনকি কমিশনের লোগো সম্বলিত ভুয়া নোটিশ বা পত্রের মাধ্যমে বিভিন্ন শ্রেণি বা পেশার ব্যক্তিদের ভয়-ভীতি প্রদর্শন করে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ প্রসঙ্গে জরুরি সভায় বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যে সকল সংস্থায় চিঠি দেওয়া হয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এ জাতীয় কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা মাত্র। এদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।
প্রণব কুমার ভট্টাচার্য্য দুদুক এর উপ-পরিচালক এ ব্যাপারে  জানান, এ জাতীয় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, সাক্ষী এবং আসামিদের সঙ্গে অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের সকল প্রকার যোগাযোগ লিখিত পত্রের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে কমিশন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.