ভুয়া ডাক্তারের কথা শরীফ হেলালী

ইব্রাহিম খলিল নোয়াখালী:

ডাক্তারি সনদের বলুন তো কী দরকার?
আমি তো এখানে নামকরা এক ডাক্তার!
বহু বছর ধরেই করে আসছি রোগীর সেবা
আমার আগে একাজ করতো আমার বাবা!
তাকে দেখেই তো আমি শিখেছি ডাক্তারি
আমি না হয় হতে পারিনি বড় ডিগ্রিধারী!
জনসেবায় নিয়মিতই করছি আমি চেম্বার
আমি ছাড়া এ মহল্লায় কে ভালো ডাক্তার?
সকল রোগীকে সবসময় দিচ্ছি সকল সেবা
আমার ডাক্তারিতে কমছে করোনারও থাবা!

সার্টিফিকেট তো আছে একটা-পল্লী চিকিৎসক
তবুও ডাক্তার লিখেছি বলে আমি কি প্রতারক?
স্কুল থেকেও তো আমি পাশ করেছি এইচএসসি!
সনদের ফটোকপি বাসায়; মূলটা স্কুলেই রেখেছি!

দক্ষতা আর অভিজ্ঞতা কম কি আমার আছে?
ডাক্তারি পারি বলেই রোগী আসে আমার কাছে!
শিক্ষাগত যোগ্যতার আরও কি আছে দরকার?
তারপরও বলবেন আমি একজন ভুয়া ডাক্তার?

করোনাকালে অনেক ডিগ্রিধারী বড় ডাক্তার
দিচ্ছে না রোগীকে চিকিৎসা; করছে না চেম্বার!
আমরাই তো এখন মানুষের একমাত্র ভরসা!
আমরা না থাকলে দেখতেন কত বেহাল দশা!
করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে করে ডাক্তারি
ডাক্তার পদবি ব্যবহারে আমরা কি নয় অধিকারী? #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.