ভুল ভবিষ্যদ্বাণী করে ক্ষমা চাইলেন পেইন

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের এমন ইতিহাস গড়ায় বিপাকে পড়েন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন।
এর জন্য পেইন নিজেই দায়ী। ফাইনালের আগে তিনি বলেছিলেন, ভারত অনায়াসে জিতে নেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল! কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টোটাই। সাউদাম্পটনে ভারতকে স্বাচ্ছন্দ্যে হারিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড।
কিন্তু এমন আগাম মন্তব্য করার জন্য এবার ক্ষমা চেয়ে নিলেন অজি তারকা। স্বীকার করে নিলেন, তিনি ভুল বলে ফেলেছেন!
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজটক জেডবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেইন বলেন, ‘আমরা সবাই ভুল করি। কিউই সমর্থকদের সঙ্গ কথা বলার পর মনে হয়েছে প্রকাশ্যে ভুলটা স্বীকার করে নেওয়াই উচিত।’
ওই সাক্ষাতকারে পেইন কিউই দলেরও ভূয়সী প্রশংসাও করেছেন। বিশেষত কাইল জেমিসনের কথা আলাদা করে বলেছেন তিনি।
পেইন বলেন, ‘নিউজিল্যান্ড দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তাদের খেলা সত্যিই উপভোগ্য ছিল। আমি নিজে তাসমানিয়ার বাসিন্দা, সম্পদের বিচারে অস্ট্রেলিয়ার সবচেয়ে ছোট রাজ্যে। ফলে নিউজিল্যান্ড ছোট একটা দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যা করেছে, এর জন্য তাদের আমি সম্মান করি।’
অবশ্য ফাইনাল ব্যর্থতার পর ভারতের জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীও টুইট করে স্বীকার করে নিয়েছিলেন, তার টিম আরও ভালো একটা টিমের কাছে হেরেছে।
শাস্ত্রী টুইটারে লিখেছিলেন, ‘এই পরিস্থিতিতে আরও ভালো দল জিতেছে। বিশ্বখেতাবের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হলো নিউজিল্যান্ডের। ওরা যোগ্য বিজয়ী। বড় জিনিস সহজে হয় না, তার প্রকৃত উদাহরণ দিল নিউজিল্যান্ড। দারুণ খেলেছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.