ভুল করে হাস্যরসের শিকার আফ্রিদি

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গত বুধবার ঢাকায় এসেছে। নিজ দেশের তরুণদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে দল কোথায় যাচ্ছে তা জানেনই না তিনি। আফ্রিদি ভুল করে জিম্বাবুয়ের নাম নেওয়ায় নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেন শহীদ আফ্রিদি লেখেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়েতে যাচ্ছে। ওদের জন্য শুভেচ্ছা রইল। দারুণ সিদ্ধান্ত নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে আরও এমন সফর হোক অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডে।’
একটি চার দিনের ম্যাচসহ ৫ টি ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সফরে খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের চার দিনের ম্যাচ। একই ভেন্যুতে ৬ ও ৮ মে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ।
এরপর রাজশাহীতে চলে যাবে দুই দল। সেখানে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শেষ তিনটি একদিনের ম্যাচ যথাক্রমে মাঠে গড়াবে আগামী ১১, ১৩ ও ১৫ মে। এরপর একই ভেণ্যুতে আগামী ১৭ মে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.