কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইটবোঝাই একটি ট্রাকের অতিরিক্ত ভারে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে ট্রাকটি সেতুর ওপর আটকে পড়ায় সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয় ব্যবসায়ী ও পারাপারের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
জানা গেছে, সেতুটির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০ টন হলেও ট্রাকটি প্রায় ৩৯ টন ইট বহন করছিল। অতিরিক্ত ওভারলোডের কারণেই এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে ভুরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার সময় সেতুর স্টিল অংশে পৌঁছালে অতিরিক্ত ভারে সেতুর একটি পাটাতন ভেঙে ট্রাকটি দেবে যায়। এতে সঙ্গে সঙ্গে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে লোকজন নৌকায় পারাপার হতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া এইচএসসি ও আলিম পরীক্ষার্থীসহ অফিসগামী মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
গরু ব্যবসায়ী আমজাদ, কাশেম ও রাসেল জানান, মঙ্গলবার ভুরুঙ্গামারীর একমাত্র গরুর হাট বসে। সকালে গরু নিয়ে হাটে পৌঁছালে ভালো জায়গা পাওয়া যায়। তাই তারা একটি ভটভটিতে আটটি গরু নিয়ে আসেন। কিন্তু সেতু বন্ধ থাকায় নৌকায় পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেতুটি অনেক পুরোনো এবং এর ধারণক্ষমতা মাত্র ১০ টন। সেখানে ৩৯ টন ওজনের ইট পরিবহন করায় অতিরিক্ত চাপের ফলে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ট্রাক মালিক ও ইট ক্রয়কারীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিটিসি নিউজকে বলেন, ওভারলোডের কারণে সাধারণত মামলা হয় না, তবে জরিমানা আরোপের বিধান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বিটিসি নিউজকে জানান, দ্রুত ট্রাকটি সরিয়ে সেতুটিকে পারাপারের উপযোগী করার চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #















