ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছেন হার্ভার্ড-ফেরত শেরিং তোবগে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভুটানের জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় যাচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। আর নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেরিং তোবগে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত ভুটানে মঙ্গলবার (৯ জানুয়ারি) চতুর্থ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫ বছর আগে ২০০৮ সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার পর এটি চতুর্থ নির্বাচন।
এই নির্বাচনের বেসরকারি ফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, জাতীয় সংসদের ৪৭টি আসনের মধ্যে ৩০টিতে জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং প্রথম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি) পেয়েছে ১৭টি আসন।
বুধবার আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবে ভুটানের নির্বাচন কমিশন।
 এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেরিং তোবগে। এর আগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।
৫৮ বছর বয়সী শেরিং তোবগে সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি একজন আইনজীবীও। পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রির পাশাপাশি হার্ভার্ড থেকে লোকপ্রশাসনে মাস্টার্স করেছেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.