ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে জয় পেলো বাংলাদেশ, প্রীতির হ্যাটট্রিক

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত এক জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ। এদিন, ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি।
মঙ্গলবার (১ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রাখার লড়াইয়ে এগিয়ে ছিল কোচ গোলাম রব্বানী ছোটন শীষ্যরা। আজ বাংলাদেশের হয়ে গোল উৎসবের সূচনা করেন উমহেলা মারমা। ম্যাচের ৭ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান তিনি।
এরপর ২১ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন থুইনুই মারমা। আর, ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান জয়নব বিবি রিতা। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন প্রীতি আর কানন। যেখানে ম্যাচের ৫০ মিনিটে গোল ব্যবধান ৪-০ করেন কানন রানি বাহাদুর। দূর পাল্লার শটটি ভুটানের জালে জড়াতে একদমই ভুল করেননি তিনি। ৬৮ মিনিটে মাঝ মাঠ থেকে থ্রু বলে বাঁ প্রান্ত ধরে শট নেন প্রীতি, যা ভুটানের গোলরক্ষকের হাত ছুঁয়ে জড়িয়ে যায় জালে।
মিনিট পাঁচেক পর স্কোর লাইন ৬-০ করেন সুরভী আকন্দ প্রীতি। জয়নবের থ্রো গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গেলে ওই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। ৭৬ মিনিটে জয়নব বিবির কর্নার থেকে দলের ৭ম আর নিজের ২য় গোল করেন উমহেলা মারমা।
ম্যাচের নির্ধারিত সময়ের পর ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন প্রীতি। আর এ গোলের মাধ্যমে নিশ্চিত করেন নিজের হ্যাটট্রিকও। মাঝমাঠ থেকে পূজা দাসের পাস থেকে ডি-বক্সে একাই বল টেনে নিয়ে যান প্রীতি। সেখান থেকে বাম পায়ের জোরালো গ্রাউন্ডেড শটে বল জালে জড়িয়ে ৮-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.