ভিয়েতনামে স্কুল’র পুনর্মিলনী ভ্রমণের বাস দুর্ঘটনায় নিহত ১৩

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে একটি স্কুলের পুনর্মিলনী ভ্রমণের বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে ডং হোই উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০ জন প্রাক্তন শিক্ষার্থী ছিল।

তারা তাদের গ্র্যাজুয়েশনের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে মধ্য কোয়ং বিনহ প্রদেশে বিদ্যালয়টিতে যাচ্ছিলেন।

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, মহাসড়কে একটি মোড় ঘোরার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ১৩ আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন, বাসটি ঢাল বেয়ে নামার সময় ব্রেক ভেঙে যায়। এর পরই দুর্ঘটনা ঘটে।

মূলত ভিয়েতনামে সড়কপথে ভ্রমণ বেশ বিপজ্জনক বিষয়ে পরিণত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, দেশটিতে সড়ক দুর্ঘটনাজনিত আঘাত ১৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ। চলতি বছরের প্রথম ৬ মাসে এখন পর্যন্ত ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৩ হাজার ২০০ জনেরও বেশী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.