ভিয়েতনামে শপথ নিলেন নতুন প্রেসিডেন্ট

(ভিয়েতনামে শপথ নিলেন নতুন প্রেসিডেন্ট–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে মহামারি করোনা সফলভাবে মোকাবেলার নেপথ্য নায়ক নগুয়েন সুয়ান ফুক আজ সোমবার (০৫ এপ্রিল) হ্যানয়ে আনুষ্ঠানিক ভাবে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
ফুক (৬৬) গত পাঁচ বছর ধরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় দেশটির অর্থনীতি চাঙ্গা হয়েছে এবং করোনা মোকাবেলায় সরকারের গৃহীত কর্মসূচি দেশে বিদেশে প্রশংসিত হয়েছে।
আজ সোমবার (০৫ এপ্রিল) ৫’শ সদস্য বিশিষ্ট নাম সর্বস্ব জাতীয় পরিষদে গোপন ভোট অনুষ্ঠিত হয়। ফুক সর্বোচচ ভোট পান। একে তার প্রাপ্য পুরস্কার হিসেবে উল্লেখ করেছেন ভিয়েতনামের রাজনৈতিক বিশেষজ্ঞ নগুয়েন খাক গিয়াং।
কর্তৃত্ববাদী ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির মাধ্যমে পরিচালিত হয়। পার্টির জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ পলিটব্যুরোর ১৮ সদস্য রাষ্ট্র পরিচালনায় মূল ভূমিকা পালন করে।
ফুক প্রেসিডেন্টের জন্য মনোনিত একমাত্র ব্যক্তি ছিলেন। এর আগে ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া থ্রং পদত্যাগ করেন। শপথ গ্রহণ শেষে ফুক জাতির উদ্দেশ্যে বলেন, তিনি খুব ভাগ্যবান ও সম্মানিত বোধ করছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.