ভিসা সহজ করল অস্ট্রেলিয়া, থাকছে যে সুবিধা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়া কর্মীদের জন্য ভিসার নিয়ম সহজ করেছে। সম্প্রতি চালু করা হয়েছে নতুন কাজের ভিসা ‘স্কিলস ইন ডিমান্ড’ (এসআইডি)। শনিবার (৭ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া এ নিয়মের আওতায় পূর্ববর্তী টেম্পোরারি স্কিল শর্টেজ (টিএসএস) ভিসা বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এসআইডি ভিসার আওতায় তিনটি স্ট্রিম চালু করেছে অস্ট্রেলিয়া। এই ভিসাধারীরা মেয়াদ থাকা পর্যন্ত যতবার খুশি অস্ট্রেলিয়া যাতায়াত করতে পারবেন। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এ ভিসার জন্য আবেদন করা যাবে, ফলে কম দক্ষ কর্মীরাও ভিসা পাওয়ার সুযোগ পাবেন।
নিয়ম অনুযায়ী, ভিসার জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করতে হবে। তবে এবার কম বেতনের চাকরির ক্ষেত্রেও আবেদনের সুযোগ রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ নতুন ভিসার জন্য ৪৫০টির বেশি পেশার তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় স্বাস্থ্য, প্রযুক্তি, নির্মাণসহ বিভিন্ন খাতের চাকরি অন্তর্ভুক্ত রয়েছে। তবে পূর্ববর্তী তালিকার জনপ্রিয় পেশা যেমন রেস্তোরাঁ ব্যবস্থাপক ও সেলুন ব্যবস্থাপক বাদ পড়েছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে ভিসা প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হবে। এতে করে দক্ষ কর্মী ছাড়াও বিভিন্ন খাতে কাজের জন্য বিদেশিদের সুযোগ বৃদ্ধি পাবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.