বিটিসি স্পোর্টস ডেস্ক:আজ ৬ হতে ৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে ভিয়েতনামের হালংবে তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশন এর পৃষ্ট পোষকতায়- ২০২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ।
উক্ত প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন থেকে রাজশাহীর মারিন আশরাফী (ইন্টারন্যাশনাল) ব্লাকবেল্ট ২য় ড্যান অংশগ্রহন করছে।
তার ২০২৪ সালের বিগত প্রতিযোগীতা গুলিতে রয়েছে ২টি স্বর্ণ, ১টি রৈপ্য ও ২টি তাম্র পদক।
উক্ত প্রতিযোগীতাকে উদ্দ্যেশ্য করে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর প্রধান প্রশিক্ষক জনাব মোজাফফর হোসেন বুলু বলেন, ”প্রথমেই বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপির তায়কোয়ানদো প্রশিক্ষক- মোঃ রাশিদুল হাসান স্যারকে ধন্যবাদ জানাই।
তার অপরিসীম সহযোগীতা ও উচ্চ প্রশিক্ষণ না পেলে কিছুই সম্ভব ছিল না। আমার সপ্ন ভবিষ্যতে আমার এসোসিয়েশন থেকে অলিম্পিক খেলোয়াড় গড়ে তোলা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.