ভিয়েতনামে কয়লা খনি ধসে ৫ জন নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের হা লং উপসাগরের কাছে একটি কয়লা খনি ধসে ৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
‘ভিএনই এক্সপ্রেস নিউজ সাইট’ জানিয়েছে, ভিয়েতনামের রাষ্ট্রীয় খনি সংস্থা ভিনাকোমিনের ইউনিট হোন গাই কোল কোম্পানি পরিচালিত একটি খনিতে সোমবার এই দুর্ঘটনাটি ঘটে।
মঙ্গলবার ভোরে একটি উদ্ধারকারী দল ২৩ থেকে ৪৭ বছর বয়সী খনি শ্রমিকদের মৃতদেহগুলোকে বের করে আনে।
দুর্যোগ কর্তৃপক্ষের মতে, দুর্ঘটনার সময় উত্তর কোয়াং নিন প্রদেশের হা লং সিটিতে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে।
দেশের উত্তরাঞ্চলের অন্যান্য অংশেও কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে।
হ্যানয়ের উপকণ্ঠে বেশ কয়েকটি সম্প্রদায় এক সপ্তাহ ধরে বন্যার পানিতে বসবাস করছে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও তীব্রতর হয়ে উঠছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.