ভিপিএল এর জার্সি উন্মোচন করলেন রাসিক মেয়র লিটন

রাসিক প্রতিবেদক: ভাটাপাড়া প্রিমিয়ার লীগের (ভিপিএল) জার্সি উন্মোচন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ মঙ্গলবার বিকেলে নগর ভবন চত্বরে ভাটাপাড়া যুব সংঘ আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন মেয়র।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এমন ছোট ছোট টুর্মামেন্ট থেকে দেখা যাবে, অনেক বড় বড় খেলোয়াড় তৈরি হবে। এজন্য এসব টুর্নামেন্ট আয়োজন অব্যহত রাখতে হবে। টুর্নামেন্ট আয়োজনে অতীতেও আমার সহযোগিতা ছিল, আগামীতেও থাকবে।

জার্সি উন্মোচনকালে উপস্থিত ছিলেন ভিপিএল টুর্নামেন্ট আয়োজন কমিটির উপদেষ্টা রাসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, রাসিকের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরুসহ সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন শেখ। এ সময় আটটি দলের অধিনায়ক ও খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে ভিপিএল শুরু হতে যাচ্ছে। ২২ নভেম্বর রাজশাহী কালেক্টরেট মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। এই টুর্নামেন্টে রাজ কমিউনিটি ক্লাব, এলেভেন সিক্সার, অলকিংস ভাটাপাড়া, ডেঞ্জার লায়ন ক্লাব, ফাইভ স্টার ক্লাব, ম্যাংগোবেরি ক্লাব, ফাগ্লুনি ক্লাব, ব্যাটল অরিয়াল। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.