ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিংড়া উপজেলার আইন শৃংঙ্খলা কমিটির সভায় আইসিটি প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি: ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিংড়া উপজেলার আইন শৃংঙ্খলা কমিটির সভা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

আজ বুধবার বেলা ১০টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে তিনি তার নির্বাচনী এলাকার সকল সামাজিক, রাজনৈতিক,ধর্মীয় নেতৃবৃন্দ, মেয়র, চেয়ারম্যান, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যুক্ত হন।

সভায় করোনাভাইরাস প্রতিরোধে করণীয়, সিংড়া উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, বাজার মনিটরিং সহ বিভিন্ন বিষয়ে এলাকার সকল সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নেতৃবৃন্দ, মেয়র, চেয়ারম্যান, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি।

ভিডিও কনফারেন্সে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে যুক্ত হয়েছিলেন, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বানু, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সিংড়া থানা অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকীসহ- উপজেলার ১২ টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.