ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে নাটোরে ওরিয়েন্টেশন কর্মশালা


নাটোর প্রতিনিধি: জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে নাটোরে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোরের সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আলোচনা করেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
এছাড়াও কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেনআগামী ১১ ডিসেম্বর নাটোর জেলার ৬-১১ মাস বয়সী ২৬৪৭২ জন আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ২২৬৪৪২ জন শিশুদের খাওয়ানো হবে। জেলার ৫২ টি ইউনিয়নে মোট ২২৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.