নোয়াখালীর ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে পৃথক দুটি জাহাজ ডুবি, নিখোঁজ ১

চট্টগ্রাম ব্যুরোআজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে পৃথক জায়গায় ছোট দুটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দুটি জাহাজের মধ্যে ‘খাজা বাবা ফরিদপুরী’ নামে একটি পুরো ডুবে গেছে। ‘এন ইসলাম’ নামে অন্য একটি জাহাজের বেশিরভাগ তলিয়ে গেছে পানিতে।

খাজা বাবা ফরিদপুরী জাহাজের এক নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

সেলিম বিটিসি নিউজকে বলেন, ‘ভাসানচর বয়ার এক নটিক্যাল মাইল পূর্বে গিয়ে জাহাজটি ডুবে যায়। এর ১৩ জন নাবিকের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। একজন নাবিক এখনও নিখোঁজ আছেন।’

জাহাজটি ভাসানচর অতিক্রমের সময় ভাটার টান ছিল। ভাটার টানে জাহাজটি ডুবে যায়। এদিকে ভাসানচরের কাছাকাছি এলাকায় আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ‘এন ইসলাম’র তলা ফেটে গিয়ে সেটির বেশিরভাগ অংশ ডুবে গেছে বলে জানিয়েছেন সেলিম।

তিনি বলেন, ‘জাহাজটি যখন ডুবে যাচ্ছিল, ক্যাপ্টেন সেটিকে চরের কাছাকাছি নিয়ে যায়। সেখানে জাহাজটির বেশিরভাগ অংশ ডুবে গেছে। শুধু উপরের অংশটি দেখা যাচ্ছে। এতে যারা ছিলেন, সবাই নিরাপদে আছেন।

দুটি জাহাজই পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার নারায়ণগঞ্জ যাচ্ছিল।

এন ইসলামের নাবিকরা বিটিসি নিউজকে জানিয়েছেন, সিটি-১৯ নামের অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে তাদের জাহাজের তলা ফুটো হয়ে যায়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.