ভাসানচর থেকে পলায়নকালে ৬ রোহিঙ্গা ও ৫ দালালসহ আটক-১১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলায়নকালে ৬ রোহিঙ্গা ও পলায়নের সহায়তাকারী ৫ রোহিঙ্গা দালালসহ ১১ জনকে আটক করে এপিবি এন সিভিল টিম।

গতকাল বুধবার দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত ভাসানচরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ৭৫ নং ক্লাস্টারের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক (৬২), তার স্ত্রী সমুদা খাতুন (২০), ছেলে সফিউদ্দিন (২মাস), ২৫ নং ক্লাস্টারের মো. ইউনুস এর ছেলে আজিমুল্লাহ (১৮), তার স্ত্রী আল মারজান (১৭) ও ছেলে ওমর ফারুক (২ মাস)।
আটককৃত ৫ রোহিঙ্গা দালালরা হলো, ২৮ নং ক্লাস্টারের ওমর হাকিমের ছেলে জাহিদ হাসান (৩০), ২৪ নং ক্লাস্টারের আলী আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৮), একই ক্লাস্টারের মোহাম্মদরের ছেলে সেলিম (১৯), আজিমুল্লাহ উল্যার ছেলে ইসমাইল (২২), ৮ নং ক্লাস্টারের আবু তালেবের ছেলে শফি আলম (৩০)।
নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বিটিসি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, এপিবি এন টিম ৬ রোহিঙ্গা ও ৫ দালালসহ ১১ জনকে আটক করে ভাসানচর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। আটককৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.