ভাসানচর থানার হাজতখানা ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামী জঙ্গল থেকে আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর ভাসানচর থানার হাজতখানা থেকে মো. সাহেদ নামে পালিয়ে যাওয়া রোহিঙ্গা যুবককে ফের গ্রেফতার করেছে। আজ শনিবার (০৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাসানচরের বেড়িবাঁধ সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ভাসানচরের ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ রুমের বাসিন্দা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন

এর আগে, আগে গত বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ৮টার দিকে সাহেদকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল শুক্রবার (০২ জুলাই) রাত ২টা থেকে ৪টা ১০মিনিটের মধ্যে সে হাজতখানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

উল্লেখ্য, ভাসানচরে নৌবাহিনীর ওয়্যার হাউজ ভাঙচুরের মামলায় সাহেদকে গ্রেফতার করা হয়েছিল।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.