ভাসমান মাইনে উড়ে গেছে ইউক্রেনের জাহাজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভাসমান মাইনে উড়ে গেছে রাশিয়ার জাহাজ।বিষয়টি নিশ্চিত করে রাশিয়ান ন্যাশনাল ডিফেন্স মনিটরিং সেন্টারের প্রধান কর্নেল মিখাইল মেজিনসেভ বলেছেন, একটি ইউক্রেনীয় হাইড্রোগ্রাফিক জাহাজ দানিয়ুবের মুখে ভেসে যাওয়া একটি মাইনে উড়িয়ে দেওয়া হয়েছিল। জাহাজটি যখন ‘দানিউবের মুখে একটি জলাধারার গভীরতা পরিমাপ করছিল’ তখন এ ঘটনা ঘটে।
ওই কর্মকর্তার মতে, ১৬ দেশের ৭০ বিদেশি জাহাজ এখনো খেরসন, নিকোলায়েভ, চেরনোমর্স্ক, উচাকভ, ওডেসা ও ইউঝনি—এ ছয়টি বন্দরে অবরুদ্ধ রয়েছে। 
মিজিনসেভ বলেন, শেলিংয়ের হুমকি ও মাইনের বিপদ, কিয়েভ সরকারের ক্রিয়াকলাপের কারণে জাহাজগুলোকে অবাধে চলাচল করতে বাধা দেয়। কিয়েভ সরকার বিদেশি কোম্পানি এবং জাহাজ মালিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা এড়িয়ে চলেছে।
তিনি বলেন, ‘একই সময়ে সামুদ্রিক নেভিগেশন এবং বন্দর অবকাঠামোর জন্য এখনো ঝুঁকি রয়েছে, যেগুলো কেবল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া খনিগুলোর দ্বারা সৃষ্ট’। রাশিয়ান ফেডারেশন কালো ও আজভ সাগরে বেসামরিক নেভিগেশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করে। (সূত্র: তাস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.