পঞ্চগড় প্রতিনিধি: ভাষা শিখে ও দক্ষ হয়ে বিদেশ যাওয়ার উপর গুরুত্ব দিতে হবে।প্রবাসে কাজ করছেন এমন অনেক মানুষ এখনো সেই দেশের ভাষা জানেন না, অনেকেই কোন কাজের দক্ষতা অর্জন না করেই বিদেশে গেছেন। ফলে অনেকেই কাজ না পেয়ে ফিরে আসতে বাধ্য হন বা তাদের উপার্জন কম হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজিত দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.সাবেত আলী এসব কথা বলেন।
পঞ্চগড় থেকে ১০ হাজার ৬৮৫ জন মানুষের কর্মসংস্থান হয়েছে বিদেশের মাটিতে এবং তারা প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন বলেও জানানো হয়।
সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো.মনিরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়,টিটিসির অধ্যক্ষ আব্দুল হালিম,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবুল হোসেন, সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিদেশগমগনেচ্ছু ও বিদেশ-ফেরত অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.