ভাষাশহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি। ওই সময় পুলিশ প্রধান শহীদ মিনারের বেদিতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
দিবসের প্রথম প্রহরেই রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপরই সরকারের বিভিন্ন পর্যায় থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈনসহ পুলিশ ও র্যাবের ঊধ্বর্তন কর্মকর্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.