ভালুকায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত-২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের চালক।
আজ শনিবার (২৬ জুন) ভোররাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা নামক স্থানে এই দুঘর্টনা ঘটে।
নিহত আজিজুল (৭৫) শেরপুরের মৃত দুদুমিয়া এবং সফিকুল (৫৮) একই এলাকার মৃত আজি মিয়ার পুত্র বলে জানা যায়।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সময় শেরপুর থেকে একটি সবজি বোঝাই পিকআপ ঢাকা আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা গ্রামে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।
ওই সময় পিকআপে থাকা যাত্রী দুই সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। দুঘর্টনায় পিকআপ চালক আহত হলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ভালুকা সদর হাসপাতালে পাঠায়।
ভরাডোবা হাইওয়ে পুলিশ মৃতদেহ দুটি এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.