ভালুকায় ওভারটেকিংয়ে বাস খাদে, প্রাণ গেল হেলপারের

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে পলাশ চন্দ্র দাস (২৮) নামে বাসের হেলপার নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী। নিহত পলাশ চন্দ্র দাস মুক্তাগাছার চক নারায়নপুরের গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বিটিসি নিউজকে জানান, সকাল পৌনে ৮ টার দিকে ঢাকাগামী তাজিন এন্টারপ্রাইজের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই বাসের হেলপার পলাশ চন্দ্র দাস চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় কমপক্ষে আরও ১০ জন আহত হন।
খবর পয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.