ভালবেসেছিলাম, কিন্তু সম্পর্কগুলো ব্যর্থ ছিল: বিস্ফোরক স্বস্তিকা

বিটিসি বিনোদন ডেস্ক : গত শুক্রবার মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শাহজাহান রিজেন্সি’।  ছবিতে স্বস্তিকার  উপস্থিতি নিয়ে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। দর্শকরাও প্রতিক্ষায় ছিলেন।

সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নায়িকা। তাঁর অভিনয় দিয়ে সব মহলে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু ছবিতে অভিনয় নিয়ে যে সব  গুঞ্জন উঠেছিল, সোশ্যাল মিডিয়ায় তারই  জবাব দিয়েছেন তিনি।

একটা সময় সৃজিত-স্বস্তিকার ব্যক্তিগত কেমিস্ট্রি নিয়ে আলোচনা হত বিভিন্ন মহলে। এ ছবিতে অভিনয় করেছেন ,পরমব্রত চট্টোপাধ্যায়।

সে কারণেই প্রাক্তনদের সঙ্গে স্বস্তিকার কাজ  নিয়ে নতুন  আলোচনা শুরু হয়। তারই জবাবে নায়িকা স্বস্তিকা লিখেছেন, ‘‘এই ছবিটা প্রাক্তনদের সঙ্গে কাজ করার বিষয় নয়  এটা এমন একটা চরিত্র যেটা কোনও অভিনেতা হয়তো সারা জীবনেও পাবেন না।

এই চরিত্র পাওয়া মানে অভিনেতা হিসেবে একটা উচ্চতায় পৌঁছে যাওয়া।…আমি এই চরিত্র গ্রহণ করেছি এবং পারফর্ম করেছি। আমি জানতাম মিডিয়া এটা আমার প্রাক্তনদের সঙ্গে কাজ বলে ব্যাখ্যা করবে। এটা তো সত্যি, আমি ভালবেসেছিলাম। কিন্তু সেই সম্পর্কগুলো কাজ করেনি। কিন্তু অভিনেতা হিসেবে আমি ব্যর্থ নই।…মানুষ মনে রাখবেন একজন অভিনেতা হিসেবে, মনে রাখবেন পারফরম্যান্সের জন্য। এই ছবিটা সব কিছুর উত্তর দেবে। আমি আমার কাজটা করেছি। বাকিটা আপনাদের হাতে।”#

Comments are closed, but trackbacks and pingbacks are open.