ভার্ক ভবানীগঞ্জ শাখার উদ্যোগে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন


বাগমারা প্রতিনিধি: ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শাখার উদ্যোগে যথাযথ মর্যদায় বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে (১৫ আগস্ট) মঙ্গলবার ভার্কের ভবানীগঞ্জ শাখার উদ্যোগে নানা আয়োজনে কর্মসূচি পালন করা হয়।
দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া দুপুরে ভার্ক শিশু শিক্ষা সহায়তা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারো শোক দিবসে ভার্কের উদ্যোগে সদস্যদের মধ্যে ২০০টি চারা বিতরণ করা হয়েছে।
গাছের চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন, ভার্ক ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, অফিসের স্টাপ জয়নাল আবেদীন, উজ্জ্বল হোসেন, জাহাঙ্গীর আলম ও ভার্ক শিশু শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা মারুফা আকতার সহ সদস্যরা। শেষে ভার্কের অফিসে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.