ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আগাম বার্তা জানাল আবহাওয়া অফিস

কলকাতা প্রতিনিধি: আবহাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপটি অবস্থান বদল করে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। সাথে মৌসুমী অক্ষরেখাটিও ক্রমশই অবস্থান বদল করছে।
যার জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ভূখণ্ডে প্রবেশ করছে। সেজন্যই আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলীয় জেলা গুলোতে চলবে এই বৃষ্টিপাত।

উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আগামী কয়েকদিন চলবে বৃষ্টিপাত। দার্জিলিং‚ জলপাইগুড়ি‚ কালিম্পং আলিপুরদুয়ার‚ কুচবিহার উত্তরবঙ্গের এইসব জেলা গুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পাশাপাশি গাঙ্গেয় উপকূলীয় কেমন নদিয়া‚ হুগলি‚ হাওড়া ও কলকাতাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও বর্ধমানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের চাইতে বেশি হবে বলেও হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.