ভারী অ’স্ত্র নিয়ে পুলিশ পাহারায় আল-আকসায় ঢুকলো ই’হুদিরা

(ভারী অ’স্ত্র নিয়ে পুলিশ পাহারায় আল-আকসায় ঢুকলো ই’হুদিরা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল আকসায় ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি পুলিশের পাহারায় জোরপূর্বক প্রবেশ করেছে দখলদার ইহুদিরা।
আজ রবিবার (২৩ মে) সকালে শতাধিক ইহুদি পুলিশি পাহারায় মসজিদ চত্ত্বরে প্রবেশ করে। এদিন ফজরের নামাজের পর মসজিদে সমবেত মুসল্লিদের ওপর হামলাও চালায় ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, ইসরায়েলি ইহুদিদের প্রবেশে জায়গা করে দিতে পুলিশ মুসল্লিদের ব্যাপক মারধর করে। এ সময় ছয় ফিলিস্তিনিকেও আটক করা হয়।
ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টকে মসজিদুল আকসায় ইহুদিদের তীর্থ দর্শন বিষয়ক সংস্থা ‘কমিটি অব টেম্পল অর্গানাইজেশনস’ জানিয়েছে, মসজিদে প্রবেশ করা ইসরায়েলি ইহুদিরা প্রার্থনা করেছে।
সংস্থাটির দাবী মসজিদুল আকসায় প্রার্থনাকারী ইহুদিরা ‘ইসরাইলি নেতৃত্বের দৃষ্টি খুলে দেয়া এবং টেম্পল মাউন্টের মসজিদকে সৌদি আরব বা অন্য শান্তিকামী আরব দেশে স্থানান্তরের মাধ্যমে ইসরায়েলে সন্ত্রাস প্রশমনের জন্য’ ঈশ্বরের কাছে প্রার্থনা করে।
প্রসঙ্গত, মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীর পরই এই মসজিদকে মুসলমানরা মর্যাদা দেন। অপরদিকে ওই চত্বরে অবস্থিত ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত আরেক স্থাপনা ইহুদিদের কাছেও পবিত্র স্থান। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.