ভারি বর্ষণের মধ্যে নদীতে তলিয়ে গেল ঘর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালায় ভারি বর্ষণে বন্যা-ভূমিধসের ঘটনা ঘটেছে, মারা গেছেন অন্তত ২৫ জন।  এর মধ্যে রাজ্যের কোট্টায়াম জেলায় একটি বাড়ি তলিয়ে গেছে নদীতে, যা বর্তমান পরিস্থিতি ভয়াবহতাকেই তুলে ধরছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভিডিও দেখা যায়, পথচারীদের চোখের সামনে বাড়িটি নদীতে তলিয়ে যায়। ভবনটি ছিল নদীর পাড়ে। ভারি বৃষ্টির কারণে প্রথম ভবনটি হালকা হেলে পড়ে। এর পর দ্রুতই নদীতে তলিয়ে যায়।
খবরে বলা হয়, নদীতে তলিয়ে যাওয়ার সময় বাড়ির ভেতরে কেউ ছিলেন না। কিছু মানুষ রাস্তায় নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বাড়িটি তলিয়ে যাওয়ার দৃশ্য দেখছিলেন। কেরালায় ভারি বৃষ্টির কারণে কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। কোট্টায়ামে নিখোঁজ রয়েছেন ১২ জন।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে আলোচনা করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.