ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী : মোদি

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তার দেশ সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। তিনি বলেন, আমরা বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার অংশীদার হব।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানীতে লালকেল্লায় দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
নরেন্দ্র মোদি বলেন, তিনি বলেন, ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী।
আমরা আশা করি, বাংলাদেশে পরিস্থিতি শিগগির স্বাভাবিক হবে। ভারতীয়রা চায়, সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।
তিনি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
১৪০ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা আশা করি, সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে থাকবেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.