BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে দুই দেশের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) ওয়াশিংটনে সৌদি-ইউএস বিনিয়োগ সম্মেলনের এক বিশেষ ভাষণে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ভাষণে ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ থামিয়ে লাখো মানুষের প্রাণ বাঁচিয়েছেন বলেও দাবি করেন। তার মতে, উভয় দেশই এক অপরের ওপর পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে যাচ্ছিলেন এমন সময় তিনি বিপুল শুল্ক আরোপের ভয় দেখিয়ে তাদের বাধা দেন। ভাষণে বিশ্বজুড়ে আটটি যুদ্ধ বন্ধ করার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ঠিক আছে, আপনারা এটি করতে পারেন। তবে আমি প্রত্যেক দেশের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করছি।’ তিনি আরও জানান, দুই দেশের নেতারাই তার এই বক্তব্যে নাখোশ হলেও তিনি তার কঠোর অবস্থান ধরে রাখেন।

এই হুমকি দেয়ার কিছু সময় পর প্রথম তাকে টেলিফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং জানান যে পাকিস্তান সংঘাত থামাতে রাজি আছে। ট্রাম্প বলেন, ‘সত্যিকার অর্থে তিনি আমাকে বলেছেন, ‘আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। এর কিছুক্ষণ পরে ভারতের প্রধানমন্ত্রী আমাকে টেলিফোন করে বলেন, ভারতও সংঘাত থামানোর জন্য প্রস্তুত।’

ভাষণের শেষদিকে সুদানের পরিস্থিতসহ অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন ট্রাম্প। এক পর্যায়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লক্ষ্য করে তিনি বলেন, এ ধরনের বিরোধ মোকাবিলা করার জন্য প্রিন্স তাকে অনুরোধ করেছেন যা ‘এত সহজ হবে বলে মনে করেননি।’

চলতি বছরের ২২ এপ্রিল ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার বৃদ্ধির মধ্যে ৭ মে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান শুরু করে ভারত। পরে ‘বুনিয়ান উন মারসুস’ নামে পাল্টা সেনা অভিযান পরিচালনা করে পাকিস্তান।

এরপর ১০ মে প্রথমবারের মতো বৈঠক করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। টেলিফোনে হওয়া সেই বৈঠক শেষে ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেন তারা। পরে আরও দু’দফা দু’দিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। এখনও যুদ্ধবিরতিতে আছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ।

এর আগেও কয়েকবার ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পরমাণু যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। পাকিস্তান সরকার বরাবরই এই দাবির সত্যতা স্বীকার করলেও, ভারত জানায় ইসলামাবাদের অনুরোধেই নয়াদিল্লি যুদ্ধবিরতে রাজি হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?