রংপুর প্রতিনিধি: ভারত নদীর পানিকে মারনাস্ত্র, যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি বখশিস কিংবা ভিক্ষা হিসেবে নয়, হিসাবের পাওনা আদায় করতে আন্দোলন চলবে।
রবিবার (৪ মে) বিকেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে তিস্তা নদীরক্ষা আন্দোলনের ডাকে রংপুর নগরীর শাপলা চত্ত্বরে গণ পদযাত্রার সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু’র সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ তিস্তানদী বেষ্টিত ৫ জেলার বিএনপি নেতারা।
এরপর হাজার হাজার মানুষের অংশগ্রহণে একটি গণপদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুলে গিয়ে শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.