ভারত থেকে ফেরার সময় মহেশপুর সীমান্ত থেকে আটক-১০

ঝিনাইদহ প্রতিনিধি: ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় ৬ জনকে ও ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর ও যাদবপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাংলাদেশে বিভিন্ন জেলায়।
বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিটিসি নিউজকে জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় খোশালপুর মাঠ থেকে ৬ জন আটক করা হয়।
আটককৃতরা হলেন: যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের রেজাউল ইসলাম (২৭), তার স্ত্রী লিপি বেগম (২৫), মেয়ে সুমাইয়া (১১), ছেলে ইসরাফিল (৪), সাতক্ষীরার কলারোয়া উপজেলার তামুন্দিয়া গ্রামের ফুলসুরাত বেগম (৬৫) ও তার ছেলে কবিরুল (৩২)।
অপরদিকে যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.