ভারত থেকে আখাউড়া দিয়ে একমাসে ফিরেছেন ১০৭৪ জন

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ২৬ এপ্রিল থেকে গতকাল মঙ্গলবার (২৫ মে) পর্যন্ত গত এক মাসে ১০৭৪ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার প্রবেশ করেছে ৩৪ জন। যাত্রীদের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।
আখাউড়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১০৭৪ জন যাত্রীর মধ্যে ২৫৯ জনকে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য কুমিল্লা জেলায় প্রেরণ করা হয়েছে।
এছাড়া ব্রাক্ষণবাড়িয়ার ১০টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে অবস্থান করছেন ৩১৬ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার হোটেল অবকাশে ২৮ জন, হোটেল তাজে ৩০ জন, হোটেল গ্র্যান্ড মালেকে ২৮ জন, হোটেল আশিক প্লাজায় ৩২ জন, হোটেল তিতাস ভিউতে ৪৬ জন, হোটেল নিউ ইন্টারন্যাশনালে ২ জন, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৬ জন, আখাউড়ার হোটেল নাইন স্টারে ২০ জন, হোটেল রজনীগন্ধায় ২৩ জন অবস্থান করছেন। ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে ৪৫৩ জন যাত্রীকে অবমুক্ত করা হয়। মঙ্গলবার ৪৯ জনকে অবমুক্ত করা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ভারতফেরত যাত্রীদের বিষয়ে সরকারি যে নির্দেশনা দেয়া আছে সেগুলো কঠোরভাবে মানা হচ্ছে। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্বও দেয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.