ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় ১০ জন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দিয়ে ভারতে থেকে অবৈধভাবে ফেরার সময় ১০ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ মে) সকালে তাদের সীমান্তবর্তী হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি’র ৩৪৭/৬ নং পিলারের কাছে তাদের আটক করা হয়।
আটককৃতরা শ্রমিকরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪১), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সেদেম চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র রায় (২২), বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মসলিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (৩২), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (৩০), একই উপজেলার হাটমাধবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন (২৫) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রমানাথপুরের বিষেনের ছেলে সন্তোষ (২৭)।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে ওই দশ ব্যক্তি দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতে যায়। ভারত থেকে ঘটনার দিন ফিরে আসার সময় বাংলাদেশের চাপসা বিওপি সীমান্তে বিজিবি তাদের আটক করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.