ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণ

বিটিসি স্পোর্টস ডেস্ক: আগের দিন ভারত বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল। রবিবার সকালে আফগানিস্তানকে হারিয়ে রোহিত শর্মাদের নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু সব ওলটপালট হয়ে গেলো আফগানদের অবিশ্বাস্য জয়ে।
সুপার এইটেও গ্রুপ-১ উন্মুক্ত হয়ে গেলো। সোমবার রাতে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে, পরের দিন সকালে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ।
কোন সমীকরণে এই গ্রুপ থেকে শেষ চারে উঠবে দুটি দল, দেখে নেওয়া যাক-
যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জেতে
ভারত ২.৪২৫ নেট রান রেট নিয়ে শক্ত অবস্থানে আছে। তাদেরকে বিদায় করতে হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে বিশাল ব্যবধানে জিততে হবে। ভারতকে নেট রান রেটে পেছনে ফেলতে হলে অজিদের জিততে হবে ৪১ রানে, আর আফগানিস্তানকে অন্তত ৮৩ রানে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে।
যদি ভারত ও বাংলাদেশ জেতে
আফগানিস্তানের চেয়ে নেট রান রেটে এগিয়ে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩১ রানে। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ৫৫ রানে হারলেই গ্রুপের দ্বিতীয় দল হবে নাজমুল হোসেন শান্তরা।
যদি অস্ট্রেলিয়া ও বাংলাদেশ জেতে
ভারত ও অস্ট্রেলিয়া চারটি করে পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে। আফগানিস্তান ও বাংলাদেশ সুপার এইট শেষ করবে দুটি করে পয়েন্ট নিয়ে।
যদি ভারত ও আফগানিস্তান জেতে
ভারত ও আফগানিস্তান ছয় ও চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা লাভ করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.